01712893025 pshscbd@gmail.com
এতদ্বারা পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২১ শিক্ষাবর্ষে অধ্যায়নরত সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষামন্ত্রনালয়ের নির্দেশমত শিক্ষার্থীর ইউনিক আইডি ফরম পূরণ করতে হবে। এ জন্য সকল শিক্ষার্থীর অনলাইন জন্মনিবন্ধন (১৭ ডিজিটের নিবন্ধন নাম্বার) বাধ্যতামূলক।
যেসকল শিক্ষার্থীর জন্মনিবন্ধন নাম্বার ১৭ ডিজিটের কম, তারা দ্রুত অনলাইন জন্মনিবন্ধন কপি (১৭ ডিজিটের নিবন্ধন নাম্বার) সংগ্রহ করে রাখার জন্য নির্দেশ দেওয়া হলো।
তাছাড়া স্ব স্ব শ্রেণি শিক্ষকের নিকট অনলাইন জন্মনিবন্ধন এর ফটোকপি জমা দেওয়ার তারিখ পরবর্তীতে জানানো হবে।
বি:দ্র: হাতে লিখা জন্মনিবন্ধন কপি গ্রহণযোগ্য নহে।
অধ্যক্ষ